উজানের ঢলে আবারও ভাঙলো সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে উজানের ঢলে আবারও ভাঙলো হাওরের ফসলরক্ষা বাঁধ। ডুবতে শুরু করেছে বিস্তীর্ণ ক্ষেত।
গতকাল শাল্লা উপজেলার সবচেয়ে বড় ‘ছায়ার হাওরে’র ফসলরক্ষা বাঁধ ভেঙে যায়। এতে প্রবল বেগে পানি ঢুকছে। প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, উজানের ঢলে সুরমাসহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই চেষ্টা করেও বাঁধ রক্ষা করতে পারেনি তারা। এখন পর্যন্ত জেলার ১৬টিরও বেশি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার দাবি করেছে কৃষক। ডুবে আছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত।






















