উজানের ঢল ও অতি বৃষ্টিতে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় আবারো বন্যা দেখা দিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
উজানের ঢল ও অতি বৃষ্টিতে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় আবারো বন্যা দেখা দিয়েছে। এ অঞ্চলের বেশকিছু নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে বইছে।
যমুনার নদীর পানি এরই মধ্যে বিপদসীমা ছুঁয়েছে। এতে আবারও বন্যার আশংকা করছেন স্থানীয়রা। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কাজিপুরের মেঘাই পয়েন্টে বেড়েছে ২৭ সেন্টিমিটার। পানি বাড়ার কারণে নদী তীরবর্তী অঞ্চলে সদ্য রোপনকৃত রোপা-আমন ও অন্যন্য ফসল তলিয়ে গেছে। একই সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এতে এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, কুড়িগ্রামে ধরলা নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়ে সেতু পয়েন্টে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রোপা আমন ক্ষেত।