উচ্চতর পর্যায়ে আলোচনা করে পদ্মা সেতুর ত্রুটি সমাধান করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, যেহেতু পদ্মা সেতুর ত্রুটি নিয়ে প্রশ্ন উঠছে তাই উচ্চতর পর্যায়ে আলোচনা করে অবশ্যই সমাধান করা হবে। সকালে পদ্মাসেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে রেলসংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সেতুর রেল সংযোগ প্রকল্পে বড় ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী। বলেন, আদৌ কোনো ত্রুটি এখনো নির্ণয় হয়নি। প্রকল্পে রেলের যেভাবে কাজ চলছে, সে বিষয়ে সড়ক বিভাগ নতুন শর্ত দিলেও এখনো তারা ডিজাইন জমা দেয়নি। পরে তারা মাওয়া প্রান্ত পরিদর্শন শেষে শিমুলিয়া ঘাট থেকে বিশেষ বোটে করে জাজিরা প্রান্তে যান।

















