উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ সারোয়ার কামাল নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ।
সকালে পানবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন রাস্তায় সাদা পোশাকে অবস্থান নেয় আর্মড পুলিশের একটি টিম। আনুমানিক সকাল ৮ টার দিকে রোহিঙ্গা সরোয়ার ব্যাগ নিয়ে চেকপোস্ট এলাকায় এলে সাদা পোশাকে থাকা এপিবিএন সদস্যরা সরোয়ারকে শনাক্ত ও আটক করে। এসময় সরোয়ার এর সাথে থাকা ব্যাগ তল্লাসি করে ইয়াবা পাওয়া যায়। আটক সারওয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, সে কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীর সাথে যোগসাজশে মিয়ানমার সীমান্ত হতে মাদকদ্রব্য ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।




















