উখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ কে দৃর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। রাত আনুমানি সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে কুতুপালং ক্যাম্পের মধ্যে অবস্থান করছিল মহিবুল্লাহ। এসময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা মহিবুল্লার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষানা করে। আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। কে বা কারা মহিবুল্লাহকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা গুলো।























