উখিয়ার ক্যাম্প থেকে ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ভাসানচরে স্থানান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে আরো ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। সকালে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৬টি জাহাজ চট্টগ্রামের বোটক্লাবের জেটি থেকে রওনা দেয়।
এর আগে মঙ্গলবার উখিয়া থেকে সড়কপথে নিয়ে তাদের আনা হয় বন্দরনগরীতে। সেখানে রাত্রীযাপন শেষে ভাসানচরের নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ১৩ বারে মোট ২৭ হাজার ৬৭৩ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক মহলের অপপ্রচারের কারণে শুরুতে এই প্রক্রিয়ায় খুব একটা সাড়া না পেলেও নিরাপদ নিবাস পেতে কক্সবাজারের ঘিঞ্জি পরিবেশ ছেড়ে ভাসানচরে যেতে আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের। পর্যায়ক্রমে ১ লাখ রোহিঙ্গা নাগরিককে ভাসানচরে স্থানান্তর করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।










