উখিয়া ও টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়ার রেজু আমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান ঢোকার খবর পেয়ে টহল জোরদার করে বিজিবি। ৪ থেকে ৫ জনের একটি দল ঢোকার সময় থামতে বললে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তারা । বিজিবি পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ, অস্ত্র ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আরও এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

















