উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জো-রুট
- আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জো-রুট। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের নতুন সংস্করণে লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সদ্য বিদায়ী অধিনায়ক।
উইজডেনের সবচেয়ে ঐতিহ্যবাহী ও সম্মানজনক স্বীকৃতি বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় এবার জায়গা পেয়েছেন রুটেরই আরেক সতীর্থ অলি রবিনসন। এছাড়াও ভারতের জাসপ্রিত বুমরাহ আর রোহিত শর্মার নাম এসেছে এই তালিকায়। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং দক্ষিণ আফ্রিকার নারী দলের অলরাউন্ডার ডানে ফন নিকার্কও তাদের সঙ্গী হয়েছেন। উইজডেনের সর্বশেষ এই সংস্করণে ক্রিকেটারদের ২০২১ সালের পারফরম্যান্স বিচার করা হয়েছে। দলীয়ভাবে ইংল্যান্ডের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে গত বছর দুর্দান্ত কাটিয়েছেন জো-রুট। গত বছর ১৫ টেস্টে ৬ সেঞ্চুরিতে ৬১ গড়ে ১৭০৮ রান করেন এই ইংলিশ ব্যাটার।
























