ঈদের দিনও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদের দিনেও শত শত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
দুপুর ১২ টার দিকে প্রায় তিন শতাধিক সাধারন পণ্যবাহী ট্রাক নদী পারা পারের অপেক্ষায় আছে। তবে ঘাট এলাকায় দূরপাল্লার বাস, ছোট গাড়ি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব যানবাহন ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদযাত্রায় কয়েকদিন ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ থাকলেও আজ ঘাট এলাকা ফাঁকা। এ নৌপথে ছোট বড় মিলে ১৬ ফেরি মধ্যে ১৫টি চলাচল করছে।