ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে

- আপডেট সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
এবারের রমজানে দিনগুলো যেমন ছিল দীর্ঘ, তেমনি গরমও ছিল তীব্র। ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র গরমের মাঝেও রোজা রেখেছেন। দীর্ঘ সময়ের ত্যাগ-সংযম শেষে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তা ঈদ উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে মনে করেন আবহাওয়াবিদরা।
করোনার কারণে, দু’বছর ঈদ উদযাপনে মানুষ ঘর হতে বের হতে না পারলেও এবার আনন্দ আয়োজনের প্রস্তুতি রয়েছে সবার। আর স্বাচ্ছন্দে ঈদ উদযানে আবহাওয়ার ভূমিকা অনেক।
রমজান জুড়ে তীব্র গরম থাকলেও, ঈদের দিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক জানান, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
৫-৬ মে’র পর বঙ্গোপসাগরে লঘুচাপে দেখা দিতে পারে।
স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে, ঈদের দিনগুলো আনন্দে কাটানোর ক্ষেত্রে তেমন প্রতিবন্ধকতা থাকবে না বলেই মনে করেন আবহাওয়াবিদ ছানাউল হক মন্ডল।