ঈদের ঠিক আগ মুহূর্তে বেড়ে গেছে সেমাই, চিনি, গুঁড়া দুধ, মশলাসহ নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০৭:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ঈদের ঠিক আগ মুহূর্তে বেড়ে গেছে সেমাই, চিনি, গুঁড়া দুধ, মশলাসহ নিত্যপণ্যের দাম। এর মাঝেও বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়। কাটতি বেশী থাকায় বিক্রেতারা দাম বেশী নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। ভোজ্যতেলের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য নিত্যপণের দামও বেশি বলে স্বীকার করেছেন বিক্রেতারা।
ঈদ উৎসবে মিষ্টি মুখ ছাড়া অতিথি আপ্যায়নের কথা ভাবাই যায় না। একারণে ফিন্নি পায়েসের থাকে বাড়তি চাহিদা।প্রতিবারের মতো এবারো ঈদের আগে শেষ মুহুর্তে সেমাই, চিনি, দুধ ক্রয়ে ব্যস্ত সময় পার করেন ক্রেতারা।
হাতে সময় কম থাকায় অনেকেই ছুটছেন পোলার চাল, তেল, কিংবা বাঙালির রসনার অন্যতম উপাদান মসলাসহ সকল নিত্যপণ্যের বাজারে।
শেষ মুহূতে বাজারে ভিড় বাড়লেও এসব অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ ক্রেতাদের।
ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে অসাধু ব্যবসায়ীদের জন্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
যথেষ্ট পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হওয়ার পরেও দাম বাড়ার বিষয়টি অসাধু ব্যবসায়ীদের কারসাজি ছাড়া কিছুই নয়।






















