আজ থেকে অফিস, ব্যাংক, বিমা, আদালত, শেয়ারবাজার খুলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষ। আজ থেকে অফিস, ব্যাংক, বিমা, আদালত, শেয়ারবাজার খুলেছে।
সকালে অনেকে ঢাকায় এসে সরাসরি অফিসে যোগদান করেছে।
বিশেষ করে ঢাকার আশপাশের জেলার লোকজন ভোরে বাড়ি থেকে রওনা দিয়ে অফিস করছে।
তবুও রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা। স্কুল-কলেজ ছুটি থাকায় এবং ঈদের আমেজ থাকায় অনেকেই বাসায়ই অবস্থান করছেন। তিন দিনের ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে। তবে কর্মক্ষেত্রে বিরাজ করছে ঈদের আমেজ। গত শনিবার থেকে ঈদের ছুটি কাটিয়েছে দেশবাসী।





















