ঈদের চতুর্থ দিনেও চাপ দেখা যায়নি সিরাজগঞ্জ মহাসড়কে
- আপডেট সময় : ০৫:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঈদের চতুর্থ দিনেও চাপ দেখা যায়নি সিরাজগঞ্জ মহাসড়কে। হাটিকুমরুল গোলচত্বর হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা পর্যন্ত যানবাহনের চাপ নেই, নেই কর্মস্থলে ফেরা মানুষের গাড়ির জন্য অপেক্ষা।
মহাসড়কের বাসস্ট্যান্ডগুলো অনেকটা নীরব। কিছু যানবাহন চলাচল করলেও তা খুবই কম। রাস্তায় বেশি চলাচল করছে ব্যক্তিগত গাড়ি। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, ঈদের পরে এখনো মহাসড়কে গাড়ির চাপ বাড়েনি। মাঝে মাঝে কিছু যানবাহন চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ই বেশি। তবুও ঈদ পরবর্তী যাত্রায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলে জানান তিনি।
এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটেও যাত্রী ও যানবাহনের চাপ নেই। ফেরি গুলো বসে আছে যানবাহনের অপেক্ষায়। ঘাটের সংযোগ সড়ক ফাঁকা। ঘাটে যানবাহন ও যাত্রী না থাকায় বন্ধ হোটেল ও দোকানপাট। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জানান, ঈদ উপলক্ষ্যে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি রয়েছে। তবে যানবাহন না থাকায় ফেরিগুলো ঘাটে অপেক্ষা করছে। পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে যানবাহনের পরিমাণ অনেক কমেছে।