ঈদের কেনাকাটা জমে উঠেছে মিরপুরের আন্তর্জাতিক মানের শপিং মল এসএ ওয়ার্ল্ডে

- আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে রাজধানীর মিরপুরের আন্তর্জাতিক মানের শপিং মল এসএ ওয়ার্ল্ডে। ঈদে সব ধরনের ক্রেতার চাহিদা মাথায় রেখে শপিংমলে পসরা সাজিয়েছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। মনোরম পরিবেশে সাচ্ছন্দ্যে পছন্দসই কেনাকাটায় সন্তুষ্ট ক্রেতারাও।
রাজধানীর মিরপুরের সুইমিংপুল সংলগ্ন দেশের শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক মানের শপিং মল এসএ গ্রুপ অব কোম্পানীজের অঙ্গ প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড। ঈদ কেনাকাটায় নগরবাসীর পছন্দের শীর্ষে প্রতিষ্ঠানটি।
প্রতিটি ফ্লোরে আলাদা করে সাজানো রয়েছে ছোট-বড় সব বয়সীদের জন্য নজরকাড়া বাহারী সব ডিজাইনের পোশাক। পাঞ্জাবি, সেলোয়ার কামিজ, শাড়ি, জুতা, কসমেটিকস ও ছোটদের পোশাক, সবকিছুতেই আনা হয়েছে ভিন্নতা।
পোশাকের গুণগতমান বজায় রাখার পাশাপাশি দামও রাখা হয়েছে ক্রেতার সাধ্যের মধ্যে। কর্তৃপক্ষ জানালেন, সব ধরনের ক্রেতার সন্তুষ্টিই তাদের লক্ষ্য।
ঈদ মানেই পছন্দের নতুন পোশাক। আর কেনাকাটায় রুচিশীল ক্রেতাদের বরাবরই পছন্দ মনোরম পরিবেশ। এক্ষেত্রে মিরপুরবাসীর পছন্দের শীর্ষে এসএ ওয়ার্ল্ড। ঈদের কেনাকাটায় নিজের এবং পরিবারের জন্য এসেছেন অনেকেই।
বড়দের পাশাপাশি শিশুদেরও ঈদের আনন্দ পছন্দের নতুন পোশাকে। বাবা মায়ের হাত ধরে ঈদে কেনাকাটায় শিশুদের প্রানবন্ত উপস্থিতি।
পছন্দের নতুন পোশাকে নিজেকে সাজানোর মধ্য দিয়েই পূর্ণতা পাবে ঈদের আনন্দ, এমনটাই মনে করেন ক্রেতারা।