ঈদের আগেই ছিন্নমূলদের ত্রাণ দেয়ার আহ্বান
- আপডেট সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
যারা ভাসমান, খোলা আকাশের নিচে বসবাস করে তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন । অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল হবার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রনয়নে কোন ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না। অনিয়মকারী আওয়ামী লীগের দলীয় পরিচয়ধারী হলেও রেহাই পাবে না । সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মনে করেন , ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা করোনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তাই, শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভীড় তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


















