ঈদকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ঈদকে কেন্দ্র করে যেকোন ধরেনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উৎসবমূখর ও নিরাপদে ঈদ-উল-আযহা উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্নর কথা জানিয়ে পুলিশ কমিশনার বলেন, কোরবানীর পশুর হাটের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর সকল বিপনী বিতান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেন ও পরিবহনে মানি এস্কট ব্যবস্থাসহ সকল লঞ্চ ও বাস টার্মিনালগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসময় ঈদকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহবান জানান, ডিএমপি কমিশনার।