ঈদ শুভেচ্ছার নামে তৃণমূল কর্মীদের চাঙ্গা রাখতে সচেষ্ট চট্টগ্রাম বিএনপি

- আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
ইফতার রাজনীতির পর ঈদ শুভেচ্ছার নামে তৃণমূল কর্মীদের চাঙ্গা রাখতে সচেষ্ট চট্টগ্রাম বিএনপি। ঈদের পরদিন আলাদা আলাদা অনুষ্ঠানে নেতাকর্মীদের জড়ো করে দিক নির্দেশনা দেন সিনিয়র নেতারা। এসময় আগামীর আন্দোলনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসার চিত্র এটি। ঈদের পরদিন হাজারো নেতাকর্মী এসেছেন শুভেচ্ছা জানাতে।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন। সেখানেও ছিল নেতাকর্মীদের ভিড় কর্মীরা জানান, সরকার পতনের চুড়ান্ত আন্দোলনের রূপরেখা জানতেই এসেছেন তারা।
বিএনপি নেতারা বলছেন, রোজার আগে শুরু হওয়া আন্দোলন পুর্ণতা পেয়েছে। আগামীর আন্দোলনে উৎসাহিত তৃণমূল।
আর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের তীব্রতায় ক্ষমতা টিকে থাকতে পারবে না সরকার। সামাজিক অনুষ্ঠানকে রাজনৈতিক রূপ দিয়ে আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়েছে বিএনপি।