ঈদ ঘনিয়ে এলেও তেমন কোনো ব্যস্ততা নেই কামারদের

- আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঈদ ঘনিয়ে এলেও তেমন কোনো ব্যস্ততা নেই জামালপুরের কামারদের। করোনার কারণে দা, বটি, ছুরির চাহিদা কমে গেছে। একই অবস্থা গোপালগঞ্জের কামারপাড়ায়ও। কাজ না থাকায় মানবেতর জীবন-যাপন করছে তারা।
জামালপুরে সব মিলিয়ে ২০ হাজারের বেশি কামার জড়িয়ে আছে এই শিল্পের সাথে। বছরের অন্য সময় তেমন কাজ না থাকলেও, কোরবানির ঈদের সময় সাধারণত: চাহিদা বাড়ে। পন্যের চাহিদা থাকলেও করোনার কারণে এবার কাজ কমে গেছে।
প্রয়োজনীয় ছুরি,দা,বটি, চাকু বানাতে আসছে কেউ কেউ। আবার পুরনোগুলো মেরামত ও ধারালো করে নিচ্ছে অনেকে।
কাঠের গোলাইয়ের চাহিদাও আগের মতো নেই বলে জানায়, বিক্রেতারা।
প্রতিবছরই ঈদকে সমানে রেখে কর্মচঞ্চল হয়ে উঠে গোপালগঞ্জের কামারপাড়া। করোনার কারনে আর্থিক সংকট থাকায় এবার পশু কোরবানির সংখ্যা কমে গেছে। সে কারণে ছুরি-দা-চাকুর চাহিদা কম। নতুন অস্ত্র না কিনে পুরনোগুলিই মেরামত করে নিচ্ছে অনেকে।
ক্রেতা না থাকায় কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করেছে কর্মকাররা।
করোনা পরিস্থতির মধ্যে সরকারের সহযোগিতার আশা করছে কর্মকাররা।