ঈদ উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ থেকে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা করেছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ।
ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধশেষে ২৫ জুলাই রোববার থেকে এই বন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে, ঈদ উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর দিয়েও আজ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৫ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। ছুটিশেষে আগামী ২৫ জুলাই থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।