ঈদ উপলক্ষে ফাঁকা নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সদস্য মোতায়ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে ফাঁকা নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির। তিনি জানান, ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষার কাজটা চ্যালেঞ্জের। পশুর হাটের নিরাপত্তার পাশাপাশি চামড়া বাজারে বাড়তি নজরদারি রাখতে হয় পুলিশকে। এর সঙ্গে ফাঁকা বাসা-বাড়ির নিরাপত্তা দিতে বেশ বেগ পেতে হয়। শুধু পুলিশের ওপর নির্ভর না করে ভালো তালা লাগানোর পাশাপাশি প্রতিটি ভবনের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর আহবান জানান সিএমপি কমিশনার।





















