ঈদ উদযাপন করতে সকাল থেকে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী
- আপডেট সময় : ০১:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
পরিবারের সাথে ঈদ উদযাপন করতে সকাল থেকে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে, নির্ধারিত সময়ে বাস না ছাড়ায় বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। তারা অভিযোগ করেন, টিকিট পেলেও বাস সময় মতো আসছে না। বাস কাউন্টার ম্যানেজাররা জানান, রাস্তায় যানজট থাকায় গাড়ি আসতে দেরি হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে তারা তৎপর রয়েছে বলে জানায়, সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
পরিবারের সাথে ঈদ কাটাতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। ঢাকার বিভিন্ন বাস বাস টার্মিনালে যাত্রীদের ভীড় ছিল বেশি।
নির্ধারিত সময়ে বাস না ছাড়ায় কাউন্টারে বসে নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। এসময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকেই।
তবে বিভিন্ন স্থানে সড়কে যানজট ও গরুর হাট বসায় সময় মতো গাড়ি না ফেরায় সিডিউল বিপর্যয় হচ্ছে বলে জানান কাউন্টার ম্যানেজাররা।
ঘরমুখো মানুষের ভোগান্তি কমিয়ে নিরাপদ ভ্রমণ নিশ্চিতে, কাজ করা হচ্ছে বলে জানান বিআরটিএ’ পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ।
এদিকে..ঈদ উপলক্ষে ৭ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি ও মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে বলে জানায় বিআরটিএ কর্তৃপক্ষ।
তবে ওষুধ, কাঁচামালসহ জরুরী পণ্য পরিবহন এর আওতামুক্ত থাকবে।





















