ইয়াসের তাণ্ডবে ভেসে গেল পশ্চিমবঙ্গের ১৩৪ টি বাঁধ
- আপডেট সময় : ০২:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
ইয়াসের তাণ্ডবে ভেসে গেল পশ্চিমবঙ্গের ১৩৪ টি বাঁধ । দপ্তর থেকেই ঘূর্ণিঝড় ইয়াসের পরিস্থিতি নজরদারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সকালেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হানা দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস ।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার নদী বাঁধ-সহ পূর্ব মেদিনীপুর জেলার বাঁধগুলি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘূর্ণিঝ়ড় পরবর্তী পরিস্থিতি দ্রুত আয়ত্তে আনতে এখন থেকেই ভাঙা বাঁধের প্রকৃত সংখ্যা হাতে পেতে চাইছে নবান্ন। মঙ্গলবার রাত থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কন্ট্রোল রুম থেকে জেলাশাসক ও দায়িত্বে থাকা মন্ত্রীদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেন। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী জানান, ঘুর্ণিঝড়ের কারণে মোট ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে।ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ১কোটি মানুষ ।ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কারণে মুড়িগঙ্গা নদীর উপর থাকা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কাকদ্বীপ ও সাগরের বিস্তীর্ণ এলাকা। পূর্ণিমার ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পেয়েছে। তাই কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা ও সাগরদ্বীপের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে।