ইস্তাম্বুলের সড়কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬, আহত ৮১

- আপডেট সময় : ০৪:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে ভয়াবহ বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৮১ জন। ঘটনার পর এক সন্দেহভাজন নারীকে গ্রেফতারের পর জিজ্ঞাবাসাদ করা হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু এ সব তথ্য জানিয়েছেন।
এই ঘটনাকে জঙ্গি তৎপরতার অংশ মনে করছে তুরস্ক। এ জন্য জঙ্গিগোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করছে দেশটি। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই এক নারীকে একটি পার্সেল রেখে, সেখান থেকে পালাতে দেখা গেছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ তুর্কি বলেন, একজন নারী ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ঘটনাস্থলের একটি বেঞ্চে বসেছিলেন। বিস্ফোরণ ঘটার কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। গতকাল স্থানীয় সময় বিকেলে এই বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বিকট শব্দে বিস্ফোরণের পর সড়কে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে পথচারীরা ছুটোছুটি শুরু করে।