ইসি থেকে বিদায় নিলেন বহুল আলোচিত-সমালোচিত নূরুল হুদা কমিশন
- আপডেট সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
শেষ সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত হয়ে বিদায় নিলেন বহুল আলোচিত-সামলোচিত সিইসি কে এম নূরুল হুদা। আগে কখনও স্বীকার না করলেও এবার বলেছেন, সব দলের আস্থা অর্জন করতে পারেনি নির্বাচন কমিশন। আর, বরাবরের মতোই আলাদাভাবে গণমাধ্যমকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়াই ছিলো ইসির প্রধান দুর্বলতা।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদাকে সিইসি, মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পাঁচ বছর দায়িত্বে থেকে একাদশ জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, সবক’টি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করেন তারা।
মেয়াদের শেষ দিনে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে নিজেদের সফলতা ও ব্যর্থতার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
ইভিএমে ভোটাধিকার প্রয়োগকে কমিশনের বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি। সিইসি দাবি করেন, পাঁচ বছরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সফলভাবেই দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগেরও জবাব দেন, সিইসি।
বিদায়ী সংবাদ সম্মেলনে অংশ নেননি আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরে, নিজ কক্ষের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের নামে সারাদেশে অরাজকতা কখোনোই কাঙ্খিত ছিলো না।
স্থানীয় সরকার নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়েও কথা বলেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনে বিরোধীদলগুলো অংশ না নিলে সংকট আরো ঘনীভূত হতে পারে বলেও শংকা জানান মাহবুব তালুকদার।










