ইসি গঠনে সিনিয়র চার সাংবাদিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি
- আপডেট সময় : ০৭:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
ইসি গঠনে সিনিয়র চার সাংবাদিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি। বৈঠকে অংশ নিয়ে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল জানান, গ্রহণযোগ্য লোকদের নিয়ে ভারসাম্যপূর্ণ ইসি গঠনের পরামর্শ দিয়েছেন তারা।
বিকেলে সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে গণমাধ্যমের ৪ প্রতিনিধির সাথে বৈঠকশেষে তিনি এ তথ্য জানান। বলেন, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীসহ সকল স্তরের কর্মকর্তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নির্দেশনা দিতে পারবেন এমন মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন সাংবাদিকরা। রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম পাঠানোর আগে বিএনপিসহ নিবন্ধিত বাকী রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা সার্চ কমিটি আমলে নেবে বলে জানান বৈঠকে অংশ নেয়া সাংবাদিকরা। মতবিনিময়ের জন্য আটজনকে আমন্ত্রণ জানানো হলেও সিনিয়র অপর চার সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেননি। মঞ্জুরুল আহসান বুলবুল ছাড়াও বৈঠকে অংশ নেয়া সাংবাদিকেরা হলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ।










