ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণে চাঁদপুরের পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ
- আপডেট সময় : ০২:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
ইলিশের উৎপাদন বাড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আগামী দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। মধ্যরাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত স্থানীয় প্রশাসনের এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়টায় সরকারি সহযোগিতা আরও বাড়ানোর দাবি জেলেদের। অন্য দিকে অভয়াশ্রম বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা টাস্কফোর্স।
ইলিশের পাঁচটি প্রধান বিচরণক্ষেত্র নিম্নপদ্মা ও মেঘনা নদী, শাহবাজপুর চ্যানেল, তেতুলিয়া নদী ও আন্ধার মানিক নদীতে ১ মার্চ থেকে দু’মাস নদীতে মাছ ধরতে পারবেন না স্থানীয় জেলেরা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছে স্থানীয় প্রশাসন। এ সময়েরে সরকারি অপ্রতুল ফলে সংসার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলেদের। কিস্তির টাকাও পরিশোধ করতে হয়। তাই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা নিয়ে জেলেদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া।
সরকারি হিসেবে চাঁদপুরের হাইমচর, মতলব দক্ষিণ, মতলব উত্তর ও চাঁদপুর সদরে ৪৪ হাজার ৩৫ জন জেলে রয়েছে। প্রতিজনের জন্য দুই ধাপে ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। পাশাপাশি অভয়াশ্রমে বিভিন্ন এনজিওর কিস্তির টাকা না নিতে জেলা প্রশাসকের সাথে একটি সমঝোতা করার কথা জানালেন মৎস্য কর্মকর্তা।
আগামী দুমাস নির্ধারিত এলাকার নদীতে জাল ফেললে এক থেকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।










