ইলিশের উৎপাদন বৃদ্ধি ও অভিযানে নৌ পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়ানোর উদ্যোগ
- আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বিশ্বের ৮৬ শতাংশ ইলিশ দেশে উৎপাদিত হয়। তাই ইলিশের উৎপাদন বৃদ্ধি ও অভিযানে নৌ পুলিশের সক্ষমতা বাড়াতে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়া হবে। এমন মন্তব্য করেছেন- নৌ-পুলিশের অতিরিক্ত আই জি পি মোঃ শফিকুল ইসলাম
দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলে জাটকা সংরক্ষণ অভিযানের মতবিনিময় সভা ও নৌ-রেলিতে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন- আইনের বাইরে গিয়ে কোনোভাবেই বালু উত্তোলন বা বাল্কহেড চালানো যাবে না। অবৈধ বাল্কহেড পেলে ধ্বংস করা হবে। আইন সঙ্গতভাবে যেটুকু বলা হয়েছে সেটুকু জায়গায় বালু উত্তোলন করার কথা বলেন।
মানিকগঞ্জে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র মো: রমজান আলী, মানিকগঞ্জ সদর থানার কর্মকর্তা আব্দুর রউফ সরকার। সভায় আইন শৃঙ্খলার বিভিন্ন সমস্যা মতবিনিময় হয়।
পিরোজপুরে প্রথমবার জেলা পুলিশের ট্রাফিকে কর্মরত সদস্য ও পুলিশের বিভিন্ন অভিযান পরিচালনায় ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহৃত করা হবে। এ উপলক্ষ্যে সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান।










