ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ
- আপডেট সময় : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ইলিশের উৎপাদন বাড়াতে গত মধ্যরাত থেকে চাঁদপুরে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সকালে জেলা টাস্কফোর্সের উদ্যোগে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুরের মেঘনায় অভিযান চলে। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। সরকারি হিসেবে চাঁদপুরের হাইমচর, মতলব দক্ষিণ, মতলব উত্তর ও চাঁদপুর সদরে প্রায় ৫০ হাজার জেলে রয়েছে। নিষেধাজ্ঞার এসময় সরকারি সহযোগিতা আরও বাড়ানোর দাবি জানান জেলেরা। সামনের দুই মাসে নদীতে জাল ফেললে বিভিন্ন মেয়াদে রয়েছে সাজার ব্যবস্থা। ইলিশের পাঁচটি প্রধান বিচরণক্ষেত্র- নিম্নপদ্মা ও মেঘনা নদী, শাহবাজপুর চ্যানেল, তেতুলিয়া নদী ও আন্ধার মানিক নদীতে নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ২০০৬ সাল থেকে পদ্মা-মেঘনা নদীর ১শ কিলোমিটার এলাকাসহ দেশের ৫টি অঞ্চলে এ কর্মসূচি চলছে।










