ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক
																
								
							
                                - আপডেট সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
 - / ১৮৮৯ বার পড়া হয়েছে
 
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির সরকার। এ খবরে ইরানের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিশ্বনেতারা শোক জানিয়েছেন।
প্রেসিডেন্টার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ও পূর্ব আজারবাইজানের গর্ভণর মালেক রহমতি। বেঁচে নেই হেলিকপ্টারের থাকা ৬ কর্মকর্তাদের কেউ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির রেড ক্রিসেন্টের পক্ষ থেকে উদ্ধার কাজ চলছে। তবে একই বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে আগেই পৌঁছে যায়। ইরানি কর্তৃপক্ষ আরও বলছে, কয়েকটি মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত প্রায় অসম্ভব। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে।
এ খবর পাওয়ার পর সোমবার ইরানের মন্ত্রিসভা একটি জরুরি বৈঠকে বসে। যার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। অন্যদিকে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার খবর সামনে আসতে না আসতেই অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার।
																			
																		















