ইরানের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা।
ইরানের সব পার্লামেন্ট মেম্বাররা রোববার এক বিবৃতিতে এ দাবি জানান । এতে তারা বলেন, মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট। তাদের মদদেই প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে দীর্ঘ আট বছর যুদ্ধ করতে হয়েছে ইরানের। ১৯৮৮ সালে শেষ হওয়া ওই যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে দুই দেশেরই। তারা ইসরাইলের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।