ইরানে পৌঁছেছে কাসেম সোলাইমানির মরদেহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ইরানে পৌঁছেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ।
রোববার সকালে সোলাইমানির মরদেহ ইরানে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম- ইরিব নিউজ। তার মরদেহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইরিব নিউজের এক ভিডিও ক্লিপে দেখা গেছে, ইরানি পতাকায় মোড়া একটি বাক্স বিমান থেকে নামানো হচ্ছে। সে সময় কাসেমির মরদেহকে গার্ড অব অনার দেয়া হয়। হাজার হাজার ইরানী নাগরিককে কালো পোশাকে শোক পালন করতে দেখা গেছে। ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসের মরদেহও আহভাজ শহরে নেয়া হয়েছে।










