ইরফান সেলিমের বাসায় যা পাওয়া গেছে তাই দেখিয়েছে র্যাব
- আপডেট সময় : ০২:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ইরফান সেলিমের বাসায় অভিযানে যা পাওয়া গেছে তাই দেখিয়েছে র্যাব এবং সেভাবেই মামলা করা হয়েছে। পুলিশ তার তদন্তে যা পেয়েছে তারা তা দাখিল করেছে বলে মন্তব্য করেছেন, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সকালে কুর্মিটোলায় রেব সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যাব সেবা সপ্তাহ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও রেবের সদস্যদের রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক। আদালতের বিষয় নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবেনা বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ লা জানুয়ারি থেকে রেব সেবা সপ্তাহ শুরু হয়েছে। তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুস্থদের মধ্যে খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পলন করা হয়।




















