ইভিএমে ভোট নেয়ার অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি

- আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো ঢাকার দুই সিটি কর্পোরেশনে ইলেকট্রনিং ভোটিং মেশিন—ইভিএমে ভোট নেয়ার অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। মেশিন দেরিতে চালু হওয়া, বিকল হওয়া, আঙুলের ছাপ না মেলাসহ অনেক অভিযোগ ছিলো এই যন্ত্রটি নিয়ে। তবে দ্রুততম সময়ে ভোট দিতে পেরে খুশি অনেক ভোটার। ঢাকা দক্ষিণ সিটিতে ইভিএমের কারণে ভোটগ্রহণও বিলম্বিত হয় বলে অভিযোগ অনেকের।
যাত্রাবাড়ীতে ভোট গ্রহণের যন্ত্র ইভিএম চালু করার কথা ছিলো সকাল ৮ টায়। কিন্তু কারিগরি ক্রুটির কারণে প্রায় এক ঘন্টা পরে সেটা উন্মুক্ত হয়। এনিয়ে ক্ষোভ ছিলো ভুক্তভোগীদের। ইভিএমে আঙুলের ছাপ মেলানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন এবং ড. জাফরুল্লাহও বিপত্তিতে পড়েছিলেন। তবে বিকল্প উপায়ে তাদের ভোট নেয়া হয়েছে। কোনো কোনো জায়গায় ইভিএম নিয়ে জালিয়াতির অভিযোগও ছিল।
ডেমরার কয়েকটি কেন্দ্রে ভোটিং মেশিন বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। বাইরে দীর্ঘ লাইন থাকলেও, ৪ ঘন্টায় ভোট পড়ে মাত্র ৯০ থেকে ১০০ টি। ইভিএম পদ্ধতি জটিল মনে করায়, অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো একেবারেই কম।