ইভিএম যাচাইয়ে রাজনৈতিক দলের কারিগরি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে : সিইসি

- আপডেট সময় : ০৭:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট কারচুপির সুযোগ নেই। প্রযুক্তিগত বিষয়গুলোও বেশ সন্তোষজনক। দুপুরে ইভিএম এর নানা দিক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম পরীক্ষা করে দেখার জন্য রাজনৈতিক দলগুলোর কারিগরি বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হবে।
আগামী জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে উত্তাপ ছড়াচ্ছে সাম্প্রতিক রাজনীতির মাঠে। ইভিএম সম্পর্কে জানতে আমন্ত্রণ পেয়ে বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ড. মোহাম্মদ কায়কোবাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের বিফিং করেন দুই প্রযুক্তিবিদ।
ইভিএম’র নানা দিক পর্যবেক্ষণ করে ড. মুহম্মদ জাফর ইকবাল জানান, এ প্রযুক্তিতে ভোট কারচুপির সুযোগ নেই। ভুল-ত্রুটি পরীক্ষা করতে ইভিএম সবার জন্য উন্মুক্ত রাখার পরামর্শ আরেক প্রযুক্তিবিদ ড. মোহাম্মদ কায়কোবাদের।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভবিষ্যতে রাজনৈতিক দলের কারিগরী বিশেষজ্ঞদের ইভিএম পরীক্ষা-নিরীক্ষার জন্য আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন।
তবে ইভিএম নিয়ে ভালোমন্দ বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার