ইবির প্রধান প্রকৌশলীকে হুমকি দেয়ার চার মাস পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
মেগা প্রকল্পের কাজ পাইয়ে দিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে হুমকি দেয়ার চার মাস পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ওই প্রকৌশলীকে ম্যানেজ করার দায়িত্বে থাকা শিক্ষককে বরং অতিরিক্ত দায়িত্ব দিয়ে পুরস্কৃত করার অভিযোগ পাওয়া গেছে।। দরপত্র বর্হিভুতভাবে একই ঠিকাদার সব কাজ করায় সাধারণ ছাত্র-শিক্ষক ও কর্মকর্তারা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। এদিকে সকল অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমান।
একজন সাংবাদিকের সাথে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ও প্রকল্প পরিচালক এইচ এম আলী হাসানের মুঠোফোনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। আবাসন সংকট ও প্রশাসনিক ভবনের সমস্যা দুর করতে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয়া হয়। মার্চে এ প্রকল্পে ১০৬ কোটি টাকার একটি দরপত্র আহবান করা হয়। কাজটি ঢাকার একটি প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে প্রধান প্রকৌশলীকে হুমকি দেয়া হয়। এ কথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে স্ট্যাটাস দিলে তোলপাড় শুরু হয়। থানায় জিডিও করেন ওই প্রকৌশলী। কিন্তু, গেল চার মাসেও ওই বিষয়ে কোন সুরহা হয়নি।
হুমকির পেছনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নাম উঠে আসে। তবে, তা অস্বীকার করেন, সাবেক এই প্রক্টর। উপাচার্য একটি বলয়ের মধ্যে ঢুকে পড়েছেন বলে মনে করেন, প্রবীণ এই শিক্ষক। প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অভিযোগ বলে জানান, কেউ কেউ। হুমকির বিষয়টি স্পষ্ট নয় বলে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। খুব শিগগিরি সঙ্কটের সমাধান না হলে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের চাপা উত্তেজনা বড় আকার ধারণ করতে পারে বলে আশংকা করছে, সংশ্লিষ্টরা।





















