ইন্দোনেশিয়ায় কারাগারে ভয়াবহ আগুনে ৪১ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার একটি জেলে ভয়াবহ আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে— শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
দেশটির পশ্চিমাঞ্চলের বানতেন প্রদেশের জেলে এ ঘটনা ঘটে। দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগারবিষয়ক দপ্তরের মুখপাত্র রিকা অ্যাপ্রিয়ান্তি বলেন, মঙ্গলবার রাত ১টা থেকে ২টার মধ্যে তংরেং জেলের ব্লক সিতে আগুন লাগে। আগুন নিভে যাওয়ার পর কর্তৃপক্ষ এখন উদ্ধার অভিযান চালাচ্ছে। জানা যায়, কারাগারের সি ব্লকে মাদক-অপরাধ সম্পর্কিত মামলার আসামিরা ছিল। ওই ব্লকে ১২২ জন রাখার মতো জায়গা আছে। তবে ওই ব্লকে আগুন যখন লাগে, তখন কত বন্দি সেখানে ছিল তা পরিষ্কার জানা যায়নি। স্থানীয় কম্পাস টিভির বরাতে বলা হয়, এ ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। আর আটজন গুরুতর আহত হয়েছেন। সরকারি তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে অবস্থিত তংরেং জেলে দুই হাজারের বেশি বন্দি রয়েছেন। যা ধারণক্ষমতার কয়েকগুণ বেশি।