ইন্দোনেশিয়ায় সরকারি তেল ও গ্যাস শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় সরকারি একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
স্থানীয় সময় সোমবার ভোরে জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বালাগান তেল শোধনাগারটিতে প্রতিদিন প্রায় ১ লাখ ২৫ হাজার ব্যারেল তেল শোধন করা হয়। বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, প্রায় ৯৫০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন । এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর । তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছে, এলাকায় ভারী বর্ষণ ও বজ্রপাতের পরই তেল শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটে।