ইনজুরি থেকে সেরে না ওঠায় শ্রীলঙ্কা সফরে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের

- আপডেট সময় : ০৭:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ইনজুরি থেকে সেরে না ওঠায় শ্রীলঙ্কা সফরে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ২১ সদস্যের প্রথামিক স্কোয়াডে ৫ বছর পর দলে ফিরেছেন শুভাগত হোম। তবে লঙ্কায় নেট বোলারের সুবিধা না পাওয়ায় বহরে থাকছেন শরিফুল, মুকিদুল ও শহিদুলের মতো তরুণ পেসাররা।
জাতীয় লিগে ব্যাটে বলে দূরন্ত পারফরম্যান্সে কারণে শুভাগত হোমকে দলে রেখেছে নির্বাচকরা। সবশেষ ২০১৬-তে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন শুভাগত হোম। ফিরছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করা আরেক পেসার খালেদ আহমেদ। তবে ইনজুরির কারণে জায়গা হয়নি হাসান মাহমুদের। ২১ সদস্যের বাকি সদস্য হলেন মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।