ইতিহাসের আলোকে ভারতই বাংলাদেশের সবচেয়ে আদর্শ ও পরীক্ষিত বন্ধু : দোরাইস্বামী
- আপডেট সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
শুধু প্রতিবেশী বলে নয়, ইতিহাসের আলোকে ভারতই বাংলাদেশের সবচেয়ে আদর্শ ও পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বর্নালী অধ্যায় পার করছে। আগামী ১৫ বছরে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলেও আশা করেন, ভারতীয় হাইকমিশনার।
মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনে ঢাকার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দিল্লী সফরের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।
আসন্ন ওই সফরকে কেন্দ্র করে দুদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারত রয়েছের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এমন বাস্তবতায় রাজধানীর একটি অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।
দুদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক যোগাযোগ গুরুত্বপূর্ন বলেও মন্তব্য করেন তিনি।
ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অটো কম্পোনেন্ট শো দু’দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো দৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন বিক্রম কুমার দোরাইস্বামী ।










