ইতালিতে করোনার ভয়াবহতায় সেখানেকার স্বজনদের নিয়ে দুশ্চিতায় পাবনার ইতালি পাড়ার মানুষদের

- আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইতালিতে করোনা ভাইরাসের ভয়াবহতায় সেখানে বসবাসরত স্বজনদের নিয়ে দুশ্চিতায় দিন কাটছে পাবনার ইতালি পাড়ার মানুষদের। সেখানে বসবাসরত স্বজনেরা সুস্থ থাকবে এবং করোনা ভাইরাসের ভয়াবহতা দূর হলে স্বজনদের সাথে দেখা হবে এমন আশাই দিন কাটছে ইতালি পাড়ার মানুষদের।
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিশ্বাস পাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার প্রায় প্রতিটি বাড়ির কোন না কোন সদস্য ইতালি প্রবাসী। একারণে পুরো এলাকাটিই এখন ইতালি পাড়া হিসাবে পরিচিক।
সম্প্রতি কয়েকজন ইতালি প্রবাসী ফিরেছেন বাড়িতে। প্রথম অবস্থায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়ান বলে অভিযোগ স্থানীয়দের। তবে তাদের এড়িয়ে চলাসহ এখন সচেতন এলাকাবাসী।
ইতালীতে অবস্থানরত ছেলে সন্তান ও স্বজনদের চিন্তায় উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন এই অঞ্চলের সাধারন মানুষ ও ইতালি প্রবাসীদের পরিবার।
ইতালি থেকে বাড়িতে আসা ব্যক্তিদের নজরদারীতে রাখা হয়েছে বলে জানালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।।
আর করোনা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
প্রবাসে থাকা স্বজনরা সুস্থ থাকবে এবং করোনা ভাইরাসের ভয়াবহতা শেষে আবার স্বজদের মাঝে ফিরে আসবেন এমটাই প্রত্যাশা ইতালী পাড়ার প্রতিটি মানুষের।