ইতালি থেকে আসা ১৪২ জন বাংলাদেশীর সবাই সুস্থ আছেন

- আপডেট সময় : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইতালি থেকে আসা ১৪২ জন বাংলাদেশীর সবাই সুস্থ আছেন। তাদের সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। শনিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আর সন্ধ্যায় আশকোনা হাজীক্যাম্পে এদের দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ইতালী ফেরত প্রবাসীদের গাজীপুর ম্যাটসে রাখার ব্যবস্থা করা হবে। তবে জ্বর না থাকলে আগ্রহীরা রাতেই বাড়ী যেতে পারবেন। সেখানে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাছাড়া রোববার থেকে ৩১ মার্চ পর্যন্ত ইউরোপের সাথে সব ফ্লাইট বাতিল করার কথাও জানান তিনি। ওদিকে, নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, এ পর্যন্ত মোট ৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৪ জন।
ইতালি ফেরত ১৪২ জন বাংলাদেশির করোনার বিষয়ে তথ্য জানাতে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এই সংবাদ সম্মেলন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতালি থেকে আসা ১৪২ জন বাংলাদেশী সবাই সুস্থ আছেন। তাদেরকে নিজ নিজ বাড়িতে সরকারি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
বাংলাদেশ কি ঝুঁকির মধ্যে আছে কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাসে করোনা প্রতিরোধে যে ব্যবস্থা নেয়া হয়েছে তা কোন দেশই নেয়নি। এদিকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ডা. সেব্রিনা ফ্লোরা জানান, ইতালি ফেরত ১৪২ জনের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি জানান, নতুন করে কেউ শনাক্ত না হলেও ১ জন বেড়ে মোট ৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪ জন। করোনা প্রতিরোধের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা প্রসঙ্গে সেব্রিনা বলেন, স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।