ইজিবাইক ছিনতাই ও চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সুকৌশলে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাই ও চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। এসময় চুরি করা দুইটি ইজবাইক উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর এবং মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার এসএই মো: মিজানুর রহমান জানান, গত ২১ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক ভাড়া করে পুরাতন মানিকদাহ এলাকায় পৌঁছালে কৌশলে চালক সামাদ মিয়াকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। এ ঘটনায় ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই ও চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই ও চুরি করা দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।























