ইকবাল হোসেন পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত প্রাঙ্গণ থেকে ৫ পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার

- আপডেট সময় : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আদালত নেয়া হলে সেখান থেকে ইকবাল হোসেন পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত প্রাঙ্গণ থেকে ৫ পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান গত বৃহস্পতিবার এ তদন্ত কমিটি গঠন করে। ঘটনা তদন্তে কারো অবহেলা আছে কি তা খতিয়ে দেখা হবে। বুধবার বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আসামী ইকবাল হোসেনকে আদালতে হাজির করা হয় পরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় ইকবাল। তদন্ত কমিটির অন্যান্য সদস্যের মাঝে ডিআইও আনোয়ার হোসেন মৃধা, শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আহমদ। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যের মাঝে এটিএসআই মুজিবুর রহমান, সাব-ইন্সপেক্টর শাহ আলম, কনস্টেবল জহির মিয়া, মোসাদ্দেক ও কুবাদ আলী। পালিয়ে যাওয়া আসামী ইকবাল হোসেন ২০১৭ সালের ১৩ জুন স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যা করে মরদেহ বালির নীচে ঘুম করার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়।