ইউরোপা লিগের সেমিফাইনালে রাতে মাঠে নামবে ওয়েস্ট হাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে রাতে মাঠে ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম। প্রতিপক্ষ ফ্রাঙ্কফ্রুট। আর অপর ম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে আরবি লেইপজিগ। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যাবধানের জয়ে এ ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফ্রুট। ঘরের মাঠে ড্র হলেই নিশ্চিত হবে ফাইনাল। অন্যদিকে প্রথম লেগের হারে কিছুটা ব্যাকফুটে ওয়েস্ট হাম। ফাইনালের টিকিট পেতে জিততে হবে কমপক্ষে ২ গোলের ব্যবধানে। তবে প্রতিপক্ষের মাঠে জয় সহজ হবে না ইংলিশ ক্লাবটির জন্য। এদিকে প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলের জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে আরবি লেইপজিগ। রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট।