ইউরোপা লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইউরোপা লিগে ঘরের মাঠে হোচোট খেল বার্সালোনা। নু-ক্যাম্পে শেষ ষোলোয় ওঠা স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে নাপোলি।
ম্যাচে শুরু থেকে আধিপত্য ছিল বার্সার। একের পর এক আক্রমন করেও ফিনিশিং ব্যার্থতায় বার বার গোল বঞ্চিত জাভি হার্নানন্দেজের শীষ্যরা। উল্টো ২৯ মিনিটে জিয়েলেন্সকির গোলে লিড নেয় নাপোলি। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে এলোমেলো ফুটবল খেলে বার্সা। তবে ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে কাতালানরা। ডি-বক্সে হেসুসের হাতে বল লাগলে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করেন—ফেররান তরেস। বাকি সময়ে আর কোন গোল না হলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু-দলকে। দ্বিতীয় লেগে আগামী ২৫ ফেব্রুয়ারি নাপোলির ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।










