ইউপি নির্বাচনের নামে দেশজুড়ে সরকারই আসলে সহিংসতা চালাচ্ছে: জিএম কাদের

- আপডেট সময় : ১১:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচনের নামে দেশজুড়ে সরকারই আসলে সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। সকালে ঢাকার কাওরান বাজার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পদ্ধতি ঠিক করা না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য তার।
মুক্তবাজার অর্থনীতি–বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার বিএফডিসিতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সংগঠনের চেয়ারম্যান হাসান আহমদে চৌধুরী কিরণের উপস্থাপনায় এতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
ছায়া সংসদে সরকার দলে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যালনাল ইউনিভার্সিটি, আর, রিরোধী দলে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক।
এসময় মুক্তবাজার অর্থনীতি বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে বিতর্কে জড়ান তার্কিকরা।
এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সড়কে যান বাহনের নৈরাজ্য ঠেকাতে সরকারে প্রতি আহবান জানিয়ে শিক্ষার্থীদের হাফ পাস নিয়ে কথা বলেন।
ইউপি নির্বাচনের পরিস্থিতি নিয়ে কথা বলেন। দ্বাদশ নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা গঠনে সরকারে প্রতি আহবান জানান তিনি।ভর্তুকি কোনো স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতা।