ইউপি নির্বাচনে গোপন বৈঠকের ভিডিও ভাইরাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদরের বটতৈল ইউপি নির্বাচনে নৌকাকে হারাতে আওয়ামী লীগ নেতা গোপন বৈঠক করেছেন। সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারকের এমন ভিডিও ভাইরাল হয়েছে।
বৈঠকে তিনি অন্য নেতাকর্মীদের নৌকাকে হারাতে নির্দেশ দেন। আর, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে জিতিয়ে আনতে বলা হয়। এই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক কুষ্টিয়ার একজন জাতীয় পর্যায়ের নেতার উদ্ধৃতি দেন। ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২১ ডিসেম্বর ওই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকিরের ওপর হামলা হয়। এরই জেরে ওইদিন তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।