ইউপি নির্বাচনকে দলীয়করণের কারণেই ঘটছে ব্যাপক সহিংসতা : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করার কারণেই ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার একদিন ক্ষমতায় থাকলে যে ক্ষতি হয়, তা দু’বছরেও পূরণ করা সম্ভব নয়। সকালে জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা।
বৃহস্পতিবার সংঘর্ষ আর সংঘাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের দেশের ৮ শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হয়। এতে গোলাগুলি বোমা বিস্ফোরণসহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে নিহত হয় বেশ কয়েকজন। আর আহত হয় শতাধিক। নির্বাচন পরবর্তী সহিংসতার লেস এখনো কাটেনি।
এমন ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামীলীগ ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রার্থী ছিল না। তার পরেও সহিংসতা ঘটনা ঘটছে। দেশে গণতন্ত্র নেই বলেই এমটা ঘটছে বলেও জানান তিনি।।
রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এর রায়ে সমগ্র নারী জাতিকে অপমান করা হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গ্যাস-তেলের দাম বাড়ায় এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ।
জনগণের প্রতি সরকারের কোনো দরদবদ্ধতা নেই বলেই দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি বলেও মন্তব্য বিএনপির এই নেতার।