ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বগুড়ার পরিবেশ দিন দিন সহিংস হয়ে উঠছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনকে ঘিরে বগুড়ার পরিবেশ দিন দিন সহিংস হয়ে উঠছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের হামলা, ভয়-ভীতি, মারপিটের ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন ভোটাররা। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চান তারা।
১১ নভেম্বর…. বগুড়ার শিবগঞ্জ-শেরপুর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদের ভোট। সরকার দলীয় বেশিরভাগ প্রার্থীদের নিয়ে নানান অভিযোগ। প্রার্থীর সমর্থকদের হামলা, মামলা, ভয়- ভীতিতে উত্তপ্ত নির্বাচনী পরিবেশ। ছুরিকাঘাত, হামলা-পাল্টা হামলা, বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। সহিংস পরিবেশে শংকিত ভোটাররা।
ভোটারদের নিরাপত্তা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন সকলেই। প্রস্তুতির কথা জানালেন নির্বাচনী কর্মকর্তা।
ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও রেবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি।