ইউটিউবে শ্রেয়সীর নতুন নাটক ‘জাহান’

- আপডেট সময় : ০৪:০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের মডেল-অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। সম্প্রতি তিনি জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিপরীতে ‘জাহান’ নামের একটি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাজমুল রনি।
‘জাহান’ নাটকটি হাউসফুল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। এই নাটকে শামীম হাসান সরকার ও শ্রেয়সী ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, হারুনুর রশিদ বান্টি, খান আতিক ও ফারজানা সুলতানা সুবর্ণা মজুমদার।
‘জাহান’ নাটক নিয়ে শ্রেয়সী শ্রেয়া বলেন, ‘জাহান’ নাটকটিতে দারুণ একটি কাহিনী রয়েছে। আমি প্রতিনিয়ত ভিন্নধর্মী গল্প এবং চ্যালেঞ্জিং সব চরিত্রে নিজেকে ভেঙে মেলে ধরতে চাই। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছে চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে। ‘জাহান’ নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, সব ধরনের দর্শকদের নাটকটি লাগছে।’
উল্লেখ্য, জনপ্রিয় অভিনতো মোশাররফ করিমের বিপরীতে ‘হিরার আংটি’ নাটকের মাধ্যমে শ্রেয়সীর ছোটপর্দায় পথচলা শুরু হয়। ২০২১ সালে নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হয়।